রাজশাহী শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১২ই মাঘ ১৪৩১


আগামী ১ নভেম্বর বন্ধ হচ্ছে স্মার্টকার্ড বিতরণ


প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩ ১৬:৪৫

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০৬:০৮

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষে ফের চালু হবে এ কার্যক্রম। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে ইসি সূত্রগুলো জানিয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এনআইডি অনুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। ১ নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাগরে ঘূর্ণিঝড় ‘হামুন’, আজ থেকেই বৃষ্টির আভাস

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এরই মধ্যে জানিয়েছেন, নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হবে ভোটগ্রহণ। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০। এদের মধ্যে প্রায় সাড়ে ৭ কোটি স্মার্টকার্ড ছাপিয়েছে ইসি। বিতরণ বাকি রয়েছে এক কোটির মতো।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top