রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


‘জাতীয় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক বিষয়ে কিছুই জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়’


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০২:৪৪

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বার্তা না পেলে দেশকে অচল করার হুমকি রিজভীর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে না বলে জানা গেছে। এ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো কিছুই জানি না, এ ব্যাপারে এখনো। অফিসে সকাল থেকে ছিলাম। তবে কোনো কিছু আসলে জানিয়ে দেওয়া হবে।’

ইউরোপীয় ইউনিয়ন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো কিছু জানানো হয়নি মন্তব্য করে শাহরিয়ার আলম বলেন, ‘যে মুহূর্তে জানানো হবে (ইউরোপীয় ইউনিয়ন জানাবে), আপনাদের জানিয়ে দেবো।’

নির্বাচন কমিশন জানিয়েছে তারা একটি চিঠি পেয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পাইনিতো। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের যোগাযোগ আর আমাদের যোগাযোগৃ..। সরকারের অংশ হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। নির্বাচন কমিশনকে জানিয়ে থাকলেও তারা এখনো আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।’

 

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top