রাজশাহী শুক্রবার, ২৪শে জানুয়ারী ২০২৫, ১১ই মাঘ ১৪৩১


‘এডিসি হারুনের পর সানজিদারও রংপুরে বদলির খবর গুজব’


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৩

আপডেট:
২৪ জানুয়ারী ২০২৫ ০৫:০১

ফাইল ছবি

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের এডিসি হারুনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে এডিসি সানজিদা আফরিনকেও রংপুরে বদলি করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়েছে সামাজিকে যোগাযোগ মাধ্যমে। তবে সেই সংবাদটি সঠিক নয়। স্রেফ গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে শাহবাগ থানায় ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাকে নিয়ে নির্যাতনের ঘটনার পর সাময়িক বরখাস্ত করা হয় এডিসি হারুনকে। গঠন করা হয় তদন্ত কমিটি। তবে এরপর রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এডিসি হারুনকে। একই ঘটনায় এডিসি সানজিদা আফরিনকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) বদলি করা হতে পারে বলে সংবাদ প্রকাশিত হয়। তবে বিষয়টি গুজব বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top