রাজধানীর বাবুবাজারে কাপড় গুদামে আগুন

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজারে কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসকর্মীরা। ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনের মৃত্যু, ভর্তি ২১১৫
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাবুবাজারে লায়ন টাওয়ার নামের অষ্টম তলা ভবনের সপ্তম তলায় কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। রাত ৯টা ৪০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরপি/এসআর-০৩
বিষয়: আগুন
আপনার মূল্যবান মতামত দিন: