রাজশাহী সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


অনুমতি ছাড়া কথা বলে এমরান শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৯

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ০০:৫৬

ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেলের অনুমতি ছাড়া কথা বলে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (এমরান আহম্মদ) শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে এখন কী হবে? জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি দেখবো।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: অর্থমন্ত্রীকে ‘বোবা মানুষ’ আখ্যা দিলেন জাপা নেতা চুন্নু

এর আগে সোমবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। বিচারিক হয়রানির মধ্য দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। সরকারের ওই আইন কর্মকর্তা ড. ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে বিদেশি ১৬০ বিশিষ্ট ব্যক্তির দেয়া বিবৃতিকেও সমর্থন করেন।

এমরান আহম্মদ বলেন, এই বিবৃতির পাল্টা বিবৃতি হিসাবে যে উদ্যোগ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে নেয়া হয়েছে তাতে আমি স্বাক্ষর করবো না।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top