বাণিজ্যমন্ত্রীকে আমি ধরছি: বাজার সিন্ডিকেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে হাত দেওয়া যাবে না' বাণিজ্যমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাণিজ্যমন্ত্রীকে আমি ধরছি।
তিনি বলেন, কে বলেছে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না? তখন সাংবাদিক বলেন দুজন মন্ত্রী সরাসরি বলেছেন, ওখানে হাত দিলে বিপদ আছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে গণভবনে দক্ষিণ আফ্রিকায় তার সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের মূল্য নিয়ে এক সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: ‘ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের খোলা চিঠিতে সরকার চাপে নেই’
ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে তিনি বলেন, ব্রিকসের সদস্য পদ পাওয়া নিয়ে বাংলাদেশের কোনো চিন্তা ছিল না। তিনি বলেন, এ কারণে সদস্য হওয়ার চেষ্টাও করিনি।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে তিনি বলেন, তার তো আত্মসম্মান নেই। যদি আত্মসম্মান থাকতো তাহলে বিবৃতি ভিক্ষা করতেন না। যারা বিবৃতি দিয়েছেন তারা এক্সপার্ট পাঠাক। আমি আহবান করছি, তারা এসে দেখুক তিনি কি করেছেন। আইন তার স্বাধীন মতো চলবে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তো এটাই ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশালে যাওয়া যায়। আগে যেতে কত ঘণ্টা লাগতো প্রশ্ন রাখেন তিনি?
গত রোববার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।
তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।
আরপি/এসআর-১৪
বিষয়: প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রী
আপনার মূল্যবান মতামত দিন: