রাজশাহী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে হাঁটছে কমিশন: ইসি রাশেদা


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৩ ০০:২৪

আপডেট:
৩ মে ২০২৪ ১২:২৫

ছবি: সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে হাঁটছে কমিশন।

বুধবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে ইসি রাশেদা সুলতানা এ কথা বলেন।

এ সময় তিনি জেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ডের সংশোধনীতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন এবং সমস্যা দ্রুত সমাধানে নির্দেশনা দেন।

ইসি রাশেদা বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষে তৃণমূল পর্যায়ে যেখানে যোগাযোগ চ্যালেঞ্জে রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাসহ ভোটবাক্স আগেই পাঠানো হবে।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top