রাজশাহী শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


পামওয়েল ড্রাম বিস্ফোরনে রিফাতের শরীর ৬৮, মোবারকের ৬৫ শতাংশ পুড়ে গেছে


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৯ ২০:৩৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:২৯

ছবি: সংগৃহীত

 

চট্টগ্রাম নগরীতে জমাট পামওয়েল গলানোর সময় বিস্ফোরণের রিফাতের শরীরে ৬৮ শতাংশ এবং মোবারকের ৬৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধরা হলেন, মো. ইয়াছিনের ছেলে আবদুর রহমান ওরফে রিফাত (৬) ও মো. মোস্তফার ছেলে মোবারক হোসেন (৫)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শনিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকার খাজা স্টোর নামের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

 

চমেক বার্ন ইউনিটের রেজিস্ট্রার ডা. মোহাম্মদ নাফিজ আলম বলেন, গরম তেলে দগ্ধ দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে রিফাতের শরীরে ৬৮ শতাংশ এবং মোবারকের ৬৫ শতাংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকালে দুই শিশু খাজা স্টোরে ভাত খেতে যায়। ওই সময় ঠাণ্ডায় জমে যাওয়া পামওয়েল গরম করছিল দোকানদার।

খাওয়া শেষে কৌতূহলবসত শিশুরা ওই ড্রামের কাছে এসে দাঁড়ায়। এ সময় মুখ বন্ধ থাকা তেলের ড্রামটি বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা শিশুরা গরম তেলে দগ্ধ হয়।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top