নিউ সুপার মার্কেটে আগুন: আশপাশের মার্কেট বন্ধ
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের মার্কেটগুলো বন্ধ রয়েছে। এছাড়াও সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে নিউমার্কেট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে মোট ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
আগুন লাগার কারণে সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। এছাড়া নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, নুরজাহান মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বলাকা ভবনসহ আশপাশের মার্কেটগুলো বন্ধ রাখা হয়েছে।
গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী রহিম উদ্দিন জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত চলে আসি। আগুন লাগার কারণে মার্কেট বন্ধ রয়েছে। এখনও মার্কেট খোলার সিদ্ধান্ত হয়নি। তবে কবে খুলে দেওয়া হবে তাও বলতে পারছি না।
আরপি/এসআর-০২
বিষয়: অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: