এক ঘণ্টা পর নিভল হাজারীবাগের আগুন!

রাজধানীর হাজারীবাগে ট্যানারি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে হাজারীবাগের রূপালী কম্পোজিট লেদার ওয়্যারহাউজ লিমিটেড নামে ওই কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সকাল ১০টা ৩৮ মিনিটে হাজারীবাগের ওই ট্যানারি কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিকভাবে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একপর্যায়ে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরপি/এসআর-০৮
বিষয়: ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড
আপনার মূল্যবান মতামত দিন: