রাজশাহী শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২


রেকর্ড ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২৩ ১০:৪৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৭:২০

ফাইল ছবি

দেশে বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ১৫ হাজার মেগাওয়াট ছাড়াল। যা এ যাবতকালের সর্বোচ্চ। গতকালের বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আজ রাত ৯টায় সেটাকে ছাড়িয়ে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো আজ রাত ৯টায়। এসময় বিদ্যুৎ উৎপাদন রেকর্ড হয়েছে ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট। টানা তিনদিন বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হলো।

মন্ত্রণলায় বলছে, যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।

এর আগে, গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ রেকর্ড ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। সেটাকে ছাড়িয়ে গেছে আজকের এ রেকর্ড।

উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

 

 

আরপি/এসআর-০২


বিষয়: বিদ্যুৎ


আপনার মূল্যবান মতামত দিন:

Top