রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


নিয়ন্ত্রণে আসলো চকবাজারের আগুন


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৩ ১৮:৪৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৭:৪০

ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারে একটি সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। চতুর্দিক থেকে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালায় তারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অবস্থিত একটি সিরামিক গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভাতে যায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

 

 

আরপি/এসআর-০৮


বিষয়: আগুন


আপনার মূল্যবান মতামত দিন:

Top