রাজশাহী মঙ্গলবার, ৩০শে মে ২০২৩, ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩০


বাসে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য পেলেন চালক-হেলপারের রক্ষা


প্রকাশিত:
২২ মার্চ ২০২৩ ২২:১৭

আপডেট:
৩০ মে ২০২৩ ০০:৪৬

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেন ও বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাসের চালক ও হেলপার। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। ট্রেনের ধাক্কায় বাসটি ধুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কমলাপুরের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহাগ পরিবহনের দূরপাল্লার একটি বাস মালিবাগ রেলগেট পার হচ্ছিল। ঠিক ওই সময় একটি ট্রেন আসছিল। কিন্তু বাসটি সিগন্যালের গেট অমান্য করে ঢুকে যায় এবং রেলগেট অতিক্রম করার চেষ্টা করে। ওই সময় দ্রুতগতিতে আসা ট্রেনটি সেই বাসকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সোহাগ পরিবহনের সেই বাসটি। তবে বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না। চালক ও হেলপার অক্ষত আছে বলে জানা গেছে।

এ ঘটনায় হাতিরঝিল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে তাদের উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়। 

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top