বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের বক্তব্য কথার কথা: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এক বক্তব্যকে কথার কথা বলে মন্তব্য করেছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন,পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায় এক সেকেন্ডও লাগবে না মন্ত্রিত্ব ছাড়তে এমন কথা বলার পরে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।
বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কদের একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায় এক সেকেন্ডও লাগবে না মন্ত্রিত্ব ছাড়তে।’
বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, দেখুন, এটা তো কথার কথা। যদি গ্যারান্টি থাকত আমি পদত্যাগ করলে পেঁয়াজের দামটা কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন।
সেতুমন্ত্রী বলেন যেহেতু পেঁয়াজের দাম বাড়তি, কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্য তিনি বলেছেন, পদত্যাগ করলে যদি সমাধান হয়ে যেত তাহলে আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।’
‘সেটা উনি (বাণিজ্যমন্ত্রী) অযৌক্তিক কিছু বলেননি, এটা কথার কথা বলতেই পারেন,’ যোগ করেন ওবায়দুল কাদের।
আরপি/এমএইচ
আপনার মূল্যবান মতামত দিন: