রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


১ লাখ ৭০ হাজারের মধ্যে মাত্র ১৭০ জন নারী পেশাদার !


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০১৯ ২১:৩১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:১৩

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশেই কম বেশি নারী গাড়ি চালকদের দেখা মেলে। কেউ স্কুটি আবার কেউবা মোটরসাইকেল। অনেকই আবার পাল্লা দিয়ে গাড়ি চালাতে বেশ আনন্দ পান। কিন্তু এসব নারী চালকদের কত জনের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তা রীতিমত আশঙ্কায় পড়তে হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সূত্র জানায়, দেশে মোট মোটরসাইকেলের সংখ্যা ২৬ লাখ ৬৮ হাজার ১২৩টি। অথচ এরমধ্যে পেশাদার ও অপেশাদার মিলে মোট ১৩ লাখ ৮৮ হাজার ৮৭ জনের লাইসেন্স আছে। ১২ লাখ ৮০ হাজার ৩৬টি মোটরসাইকেল চলে অবৈধ চালকের হাতে।

এর মধ্যে পেশাদার লাইসেন্স আছে মাত্র এক লাখ ৭০ হাজার ২৭৩ জনের। আবার ১৫১ জন নারী। অন্যদিকে ১২ লাখ ১৭ হাজার ৮১৪ জন চালকের অপেশাদার লাইসেন্স রয়েছে। এরমধ্যে নারী চালকের সংখ্যা সাত হাজার ৭৮৮ জন।

বিআরটিএ সূত্র জানায়, ঢাকা শহরে প্রায় সাত লাখ মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছে। দৈনিক ৩০০টিরও বেশি মোটরবাইক নামছে। সবমিলে বর্তমানে প্রায় ১১ লাখ মোটরবাইক চলছে।

 

 

আরপি/এমএইচ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top