রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৮:৩৯

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবার রেলস্টেশনে একটি মেয়াদ উত্তীর্ণ মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


শনিবার এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ট্রেনের চালক দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের সামনে ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে উৎসুক জনতা এগিয়ে আসে। এ সময় ট্রেনের চালক জনতার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আগুন লাগার ২০-২৫ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ইঞ্জিনে ময়লা জমে কার্বন গলে যাওয়ায় আগুনের সূত্রপাত ঘটে।

তিনি জানান, ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। সময় মতো যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top