রাজশাহী বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২২ ০৪:৫৮

আপডেট:
১৭ এপ্রিল ২০২৪ ০০:১২

ফাইল ছবি

আগামী দিনে কঠিন চ্যালেঞ্জ আসছে জানিয়ে পুলিশকে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (২৭ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড পরিদর্শন শেষে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করবে। এসব রাজনৈতিক দলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। সরকারি সম্পত্তি ও জনগণের জানমালের হেফাজত করতে হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশের কাজ হচ্ছে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করা। মাঠপর্যায়ে কাজ করতে শারীরিক সক্ষমতা বাড়াতে প্যারেডের বিকল্প নেই। ফিজিক্যাল ফিটনেস ও মাঠপর্যায়- দুই ক্ষেত্রেই সমান দক্ষতা থাকতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে না চাইতেও অনেক কিছু দিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রতিদান হিসেবে ঢাকার দুই কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে একটি টিম হয়ে সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করতে হবে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এর আগে উপস্থিত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ ছাড়াও পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে নিয়মিত প্যারেড করারও নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

মাস্টার প্যারেড পরিদর্শনকালে অন্যদের মধ্যে ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার এ কে এম হাফেজ আক্তার, অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এসআর


বিষয়: ডিএমপি


আপনার মূল্যবান মতামত দিন:

Top