রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


যেসব উপজেলা ও পৌরসভায় ২ নভেম্বর ভোট


প্রকাশিত:
১ নভেম্বর ২০২২ ০৪:২৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ২২:৩৪

ফাইল ছবি

চারটি পৌরসভা ও তিনটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন এবং চারটি উপজেলা পরিষদে চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (৩১ অক্টোবর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

যে চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে সেগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভা।

যে তিনটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানী নগর উপজেলা।

যে চারটি উপজেলা পরিষদে চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন হবে সেগুলো হলো- নেত্রকোণা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলা।

নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর।

আরপি/ এসএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top