বাংলামোটরে রেস্তোরাঁয় আগুন

রাজধানীর বাংলামোটর সি আর দত্ত রোডের আলম রেস্তোরাঁয় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই আগুনের সূত্রপাত। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয়রা জানান, হোটেলের ভেতরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রথমে স্থানীয় জনতা এবং হোটেল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে কাজ করছেন।
আগুনের কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে গেছে। আগুনে খবর পেয়ে উৎসুক জনতা ছুটে এসেছেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আরপি/ এসএইচ ০৬
বিষয়: আগুন
আপনার মূল্যবান মতামত দিন: