রাজশাহী মঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৪, ১০ই আশ্বিন ১৪৩১


সিত্রাংয়ের প্রভাবে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২২ ০৬:২২

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩২

ফাইল ছবি

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, আজ বিকালের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্নদের ৭০ শতাংশের বিদ্যুতের ব্যবস্থা করা হবে এবং আগামীকাল দুপুরের মধ্যে সম্পূর্ণ বিদ্যুতের ব্যবস্থা করা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রসঙ্গত, সিত্রাংয়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের কোথাও কোথাও বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ ব্যবহারকারীরা।

আরপি/ এসএডি-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top