রাজশাহী বুধবার, ১লা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


জেলা পরিষদ নির্বাচন : বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ ৭ দিন


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২২ ০৬:০৮

আপডেট:
১ মে ২০২৪ ২৩:২৬

সংগৃহিত

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশে (৩ পার্বত্য জেলা ছাড়া) ৭ দিন (১৪ থেকে ২০ অক্টোবর) বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর ৬১টি জেলার জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এর স্মারক অনুযায়ী ‘আর্মস অ্যাক্ট-১৮৭৮’ এর ধারা ১৭(ক)(১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

ভোটের আগে তিন দিন ভোটগ্রহণের দিন এবং ভোটের পরে তিন দিনসহ মোট সাত দিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্রসহ চলাচল বা বহন বা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ‘দ্য আর্ম অ্যাক্ট, ১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

আরপি/ এসএইচ 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top