রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


২০২৩ সালে দুর্ভিক্ষের শঙ্কা, সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ০৩:২৮

আপডেট:
৫ অক্টোবর ২০২২ ০৩:২৮

সংগৃহিত

মহামারি করোনার পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে ২০২৩ সালে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল চারটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজামণ্ডপে দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় এমন শঙ্কার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, করোনার পর যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে সমস্যা দেখা দিয়েছে। ২০২৩ সালে দুর্ভিক্ষের শঙ্কার কথা বললে জাতিসংঘে বিশ্বের অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আমার সঙ্গে একমত হয়েছেন। সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ বছর পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ভেদাভেদ ভুলে বাঙালিরা সবসময় সব ধর্মের উৎসবে শামিল হয়। কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না।

আরপি/ এসএইচ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top