রাজশাহী বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৪

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ১৭:২৫

সংগৃহিত

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের মাধ্যমে আবারও সাশ্রয়ীমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে। আগামী সোমবার থেকে এই পণ্য বিক্রির কার্যক্রম শুরু হবে।

এর আগে আগামীকাল রোববার সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে দুই লিটার তেল ও ২০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

আরপি/ এসএইচ ০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top