রাজশাহী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


তিন হাইকোর্ট বিচারপতিকে কাজ থেকে বিরত থাকার নির্দেশ


প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ২২:৪৮

আপডেট:
২২ আগস্ট ২০১৯ ২২:৫৩

অনিয়মের অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি এ কে এম জহুরুল হক।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, তাদের নাম আজকের কজলিস্টে নেই। আমি এটুকুই জানি। এর বেশি কিছু বলতে চাই না।

প্রসঙ্গত, এর আগে ১৬ মে নিয়ম বহির্ভূতভাবে নিম্ন আদালতের মামলায় হস্তক্ষেপ করে ডিক্রি পাল্টে দেয়ার অভিযোগ উঠেছিল হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের হাইকোর্ট বেঞ্চের বিরুদ্ধে।

তবে ঠিক কোন অভিযোগে তিন বিচারপতিকে তাদের বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে সে বিষয়ে দায়িত্বশীল কারও কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আরপি/এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top