রাজশাহী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


আগামী মঙ্গলবার মাস্টার্স নিয়মিত ভর্তির মেধা তালিকা প্রকাশ


প্রকাশিত:
২৬ নভেম্বর ২০১৯ ০৫:৪৫

আপডেট:
১৪ মে ২০২০ ১৭:০৭

ফাইল ছবি

আগামী মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,মঙ্গলবার বিকেল ৪টা থেকে SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ফলাফল জানতে nuatmfroll লিখে ১৬২২২ নম্বরে Send করতে হবে। এছাড়া রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে। আগামী ৮ ডিসেম্বর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top