রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


১০ হাজার হাঙ্গরের বাচ্চা হত্যা, জরিমানা মাত্র ২‘শ টাকা!


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৭:৪৫

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৩:৩৩

ছবি: সংগৃহীত

বরগুনায় শুটকি পল্লীতে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা!


বরগুনার পাথরঘাটার নতুন বাজার খাল সংলগ্ন শুটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা জব্দ করেছেন কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এ সময় ২ জনকে আটক করেছেন তারা।


রোববার সকালে আটককৃত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে শনিবার রাতে ওই খালের মোহনার শুটকি পল্লী থেকে ১০ হাজার হাঙ্গরের বাচ্চাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পাথরঘাটা পৌরসভার ছোট পাথরঘাটা এলাকার হাকিম সিকদারের ছেলে বাবুল সিকদার (৪৫) এবং একই এলাকার আবদুল ছত্তার (৬৫)।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া বলেন, শনিবার রাতে খবর পেয়ে পাথরঘাটা খালের উত্তর পাশের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০ হাজার হাঙ্গরের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে। পরে সেখানেই হাঙ্গরের বাচ্চাগুলো মাটির নিচে পুতে ফেলা হয়েছে। আটক ২ জনকে ভ্রমমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top