শেখ হাসিনাকে শোক বার্তা পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
-2022-08-15-19-50-14.jpg) 
                                জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোক বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের সরকারপ্রধান মুহম্মদ শাহবাজ শরীফ।
শোক বার্তায় শাহবাজ উল্লেখ করেন, আমি আপনার বাবা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুবার্ষিকীতে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আমাদের সমবেদনা জানাচ্ছি।
মহান আল্লাহ তাকে এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।
১৯৭৫ সালের এ দিকে স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি মুজিবুর রহমানকে তার পরিবারসহ হত্যা করে কিছু বিপথগামী সেনা সদস্য। প্রতিবছর ১৫ আগস্ট রাষ্ট্রীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারা দেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।
আরপি /এসএডি-৭

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: