রাজশাহী শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে ৩ জন নিহত


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০৫:৩০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে লোকালয়ে আসা হাতির আক্রমণে ৩ জন নিহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতির পৃথক আক্রমণের শিকার হন তারা।

নিহতরা হলেন- উপজেলার মধ্যম কধুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), চান্দেরহাট এলাকার আবদুল মোনাফের ছেলে জাকের হোসাইন (৬৫) ও খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬০)।

বোয়ালখালী থানার পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী  জানান, জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। হাতির দল আবাদি জমিতেও তাণ্ডব চালিয়েছে। দুপুরে নিহতদের পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয় বোয়ালখালী থানা পুলিশ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, নিহতদের ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরুপণ করে সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতির আক্রমণে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যাদের সম্পদের ক্ষতি হয়েছে তাদের সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top