বেতন চাইলে চাকরিচ্যুত করার হুমকি
বেতন চাইলে শ্রমিকদের চাকরিচ্যুত করার হুমকি দেয় মেট্রোরেল প্রজেক্টের এডমিন। তাই বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন মেট্রোরেলে কর্মরত শ্রমিকরা।
বুধবার (১০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, ‘ঈদের আগের পাঁচ দিন এবং পরবর্তী এক মাসের বেতন আটকে রেখেছে মেট্রোরেল প্রজেক্টের এসএমসিসি-আইটিডি-জেভির এডমিন।চাকরিচ্যুত করার হুমকি দেয় বেতন চাইলেই। আমরা যদি তার নাম বলি আমাদেরকে চাকরিচ্যুত করা হবে। শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারলে তাদের পকেটে টাকা আসে। তারা নতুন কাউকে নিয়োগ দিলে ৩০ হাজার টাকা ঘুষ নেয়।’
তারা আরও বলেন, এডমিন থেকে গতকাল (মঙ্গলবার) মেসেজ দেওয়া হয়েছে ঈদের আগের পাঁচ দিনের বেতন দেওয়া হবে ১৪ আগস্ট। আর গত মাসের বেতন দেওয়া হবে ২৫ তারিখের পর বা আরও পরে।
শ্রমিকরা জানান, বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে কাজ করছি। বেতন না পাওয়ায় বাসা ভাড়া দিতে পারছি না এবং খাবার বিল দিতে পারছি না। আমরা যে প্রতিদিন বাসা থেকে যাতায়াত করি সেই টাকাও নেই আমাদের কাছে। এছাড়া বাড়িতেও পরিবারকে টাকা দিতে পারছি না
ফলে অতি দ্রুত বেতন দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, ‘শ্রমিকরা যাতে আন্দোলন না করতে পারে, সে জন্য তাদের ওপরে আটকে রাখা হয়েছে। তাদের নীচে নামতে দেওয়া হচ্ছে না।’
তবে বিষয়টিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসএমসিসি-আইটিডি-জেভির এডমিন ফখরুল ইসলাম বলেন, ‘আগামীকালই শ্রমিকদের বেতন দিয়ে দেব। শ্রমিকদের ভুল তথ্য দিয়ে আন্দোলনে নামানো হয়েছে।’পরে ফখরুল ইসলামের আশ্বাসের পর আন্দোলন বর্জন করেন শ্রমিকরা।
আরপি/ এসএইচ ০৬
আপনার মূল্যবান মতামত দিন: