নরমাল ডেলিভারিতেই হলো একসঙ্গে ৪ সন্তান
 
                                নরমাল ডেলিভারিতে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন ময়মনসিংহের ভালুকার লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধূ। চার নবজাতকের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নবজাতকদের মা সুস্থ আছেন।
গৃহবধূ লাবনী আক্তার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মিজান মিয়ার স্ত্রী। মিজান-লাবনী দম্পতির পাঁচ বছর বয়সী আরও এক ছেলে রয়েছে।
বুধবার (২৭ জুলাই) রাতে মিজান মিয়া বলেন, ‘লাবনী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। সোমবার (২৫ জুলাই) প্রসব ব্যথা অনুভব করে সে। চিকিৎসার জন্য সেদিনই তাকে ঢাকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তবে পরে রাত ৯টার দিকে ওই হাসপাতালে নরমাল ডেলিভারিতে চার সন্তানের জন্ম দেয় আমার স্ত্রী।’
তিনি জানান, নবজাতক অপরিপূর্ণ হওয়ায় পরের দিন ভোররাতে ধানমন্ডির বেসরকারি লংলাইফ হাসপাতালে নিয়ে তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। সেখানেই এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। নবজাতকদের মা সুস্থ আছেন।
আরপি/ এমএএইচ-০৩

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: