রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সরকার অনিয়ম করলে ভোট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ার


প্রকাশিত:
১০ জুন ২০২২ ০৩:১১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২০:২৮

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনের সময় দল নয়, সরকারকে সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সিইসি।

বৃহস্পতিবার (৯ জুন) নির্বাচন ভবনে পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে একথা বলেন সিইসি।

নির্বাচন নিয়ে কেউ কূটকৌশলের চেষ্টা করলে ব্যর্থ হবে এমনটা জানিয়ে সিইসি বলেন, এক্ষেত্রে বিরোধী দলকেও এগিয়ে আসতে হবে।

অন্যদিকে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে পর্যবেক্ষণ সংস্থাগুলোও নির্বাচনে থাকবে না বলে জানিয়েছেন প্রতিনিধিরা।

বৈঠকের সূচনা বক্তব্যে সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচন কতটা ভালো, গ্রহণযোগ্য হয়েছে তাও বিচার করা সম্ভব হয় পর্যবেক্ষণে।

৩২টি পর্যবেক্ষণ সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানানো হলেও এতে ২০ জন অংশ নেন।

এসময় নির্বাচন পর্যবেক্ষকরা বলেন, সরকারের কোনো প্রভাব যাতে নির্বাচন কমিশনের ওপর না থাকে এজন্য কমিশনকে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top