রাজশাহী বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪, ১লা কার্তিক ১৪৩১


পাঁচ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি


প্রকাশিত:
২৭ মে ২০২২ ০৩:১৬

আপডেট:
১৬ অক্টোবর ২০২৪ ০৩:৩২

ছবি: সংগৃহীত

সাবনাম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৫ হাজার টন মসুর ডাল কিনবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান যৌথভাবে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা হবে। সাবনাম ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই মসুর ডাল কেনা হবে। ১০৭.৫০ টাকা প্রতি কেজি দরে মসুর ডাল কিনবে টিসিবি। এই ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনতে মোট ৫৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে এক হাজার ৮৫৪ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৬৮০ কোটি টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ১৭৪ কোটি ৬২ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ১টি প্রস্তাবসহ) ২টি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এই সাতটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি, স্থানীয় সরকার বিভাগের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top