রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


জামায়াতের সাবেক সাংসদসহ দুইজনের ফাঁসি


প্রকাশিত:
২৫ মার্চ ২০২২ ০০:৪৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৭:৫১

ফাইল ছবি

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক এমপি ও সাতক্ষীরার জামায়াত নেতা আব্দুল খালেক মণ্ডলসহ দুইজনকে ফাঁসির সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি হচ্ছেন পলাতক খান রোকনুজ্জামান।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন রেজিয়া সুলতানা চমন। অপরদিকে খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। আর পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম।

মামলার বিবরণ থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধ করেছেন আব্দুল খালেক।

এ মামলার মোট চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান বিচারাধীন অবস্থায় মারা যান।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top