রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২


রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ১০:০৩

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০৬:৩০

রাজধানীর টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন লাগার পরপরই কাজ শুরু করেছিলো ২৫টি  ফায়ার সার্ভিসের দল।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জানান, ফায়ার সার্ভিসের পঁচিশটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার জন্যে কাজ করছিলো। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিকেল সোয়া পাঁচটার দিকে আগুন লাগে টিকাটুলির জমজমাট এই মার্কেটে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত রাজধানী সুপার মার্কেটটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। মার্কেটটি ঢাকা মহানগরীর টিকাটুলীতে অবস্থিত।

এই মার্কেটের বিপরীত পাশে রয়েছে ঐতিহাসিক বলধা গার্ডেন ও সালাউদ্দিন জেনারেল হাসপাতাল।

 

আরপি/ এমএএইচ

 


আপনার মূল্যবান মতামত দিন:

Top