শুরু হচ্ছে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট বিক্রি
ট্রেনে আজ মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারও স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি শুরু হচ্ছে। এখন থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে। করোনাভাইরাসের প্রকোপের কারণে এতদিন তাতে বিধিনিষেধ ছিল।
গতকাল সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে এই তথ্য জানিয়েছেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খাঁন।
আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় গত ১৫ জানুয়ারি থেকে আন্তঃনগর ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার ঘোষণা দেয় সরকার। পরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে শিথিল হলে গত ৯ ফেব্রুয়ারি থেকে সব আসনে যাত্রী পরিবহন শুরু হয়। তখন ট্রেন চালুর নির্দেশনায় বলা হয়েছিল, আন্তঃনগর ট্রেনগুলোর স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবার ওই সিদ্ধান্তে পরিবর্তন এলো।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে) করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ। করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সবকিছুই আবার স্বাভাবিক হচ্ছে।
আরপি/এসআর-০৫
আপনার মূল্যবান মতামত দিন: