রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


দেশে মোট ভোটার ১১ কোটি ৩২ লাখ


প্রকাশিত:
৩ মার্চ ২০২২ ০৩:৩১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:০০

ছবি: আলোচনা সভা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজারের মতো। নতুন ভোটার বৃদ্ধির পরিমাণ এক দশমিক চার শতাংশ।

বুধবার (২ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম।

এ নিয়ে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এবারের প্রতিপাদ্য, 'মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার।'

ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম বলেন, চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে অন্তর্ভুক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ১০৩ জন। সেই হিসেবে বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সার্ভারে সংরক্ষিত তথ্যের মধ্যে নারী ভোটার পাঁচ কোটি ৫৫ লাখের বেশি। আর পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখের বেশি।

অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, পোস্টাল ভোট নিয়ে আমরা কাজ করছি। এতে কিছু জটিলতা আছে। সেগুলো যুগোপযোগী করা হবে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top