সোহরাওয়ার্দী উদ্যানে মিললো দুই নবজাতকের মরদেহ

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো দুইটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। পুলিশ জানায়, নবজাতকগুলোর বয়স সর্বোচ্চ ১-২ দিন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তায় পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়। কে বা কারা শিশু দুটির মরদেহ ফেলে গেছে প্রাথমিকভাবে জানা যায়নি।
শাহাবউদ্দিন বলেন, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আরপি/এসআর-০৮
বিষয়: সোহরাওয়ার্দী উদ্যান শাহবাগ
আপনার মূল্যবান মতামত দিন: