বাংলামোটরে যমুনা টিভির সাব অফিসে আগুন

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন লেগেছে। ভবনের ১২ তলায় যমুনা টিভির সাব অফিসে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। জানা গেছে, আগুন এখন পর্যন্ত ওই ভবনেই জ্বলছে। অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়েনি।
ভবনটিতে যখন আগুন লাগে তখন সেখানে কাজ করছিলেন যমুনা টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানরা। যেখানে স্টুডিও এবং নিউজরুম রয়েছে।
যমুনা টিভির স্টাফ রিপোর্টার আশিক মাহমুদ জানান, তারা অফিস করছিলেন। এ সময় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।
আরপি/এসআর-০৪
বিষয়: বাংলামোটর ফায়ার সার্ভিস আগুন
আপনার মূল্যবান মতামত দিন: