রাজশাহী বুধবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৪, ৩রা আশ্বিন ১৪৩১


‘বিদেশ থেকে টাকা এনে অনেকে ষড়যন্ত্র করছে’


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২১ ০২:২৬

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫০

ফাইল ছবি

বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


আইজিপি বলেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সময় এসেছে তাদের রুখে দেওয়ার। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামচে ধরার চেষ্টা করছে। তবে আমরা সব ষড়যন্ত্রের শেকল ভেঙে সামনে এগিয়ে যাবো।

ড. বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। উন্নয়নের বিষয়ে বিশ্বের কাছে বাংলাদেশ বিস্ময়।

 

আরপি/ এমএএইচ-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top