রাজশাহী রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ককপিটে নিয়ে ক্রুদের যৌন হয়রানিই যার নেশা


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৮:০৯

আপডেট:
১৯ নভেম্বর ২০১৯ ০৮:১২

পাইলট ইরশাত

গত ২৬ অক্টোবর চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিজি-১২৭ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন ইশরাত। ফ্লাইটে চীফ পার্সার হিসেবে দায়িত্বে ছিলেন খুকু। ওই ফ্লাইটে দুই কেবিন ক্রু ছিলেন। ক্যাপ্টেন ইশরাত ককপিটে নিয়ে তাদের কুপ্রস্তাব দেন।

 ্এ্ই দুই কেবিন ক্রু অভিযোগ দায়েরের পর আরও ২০ জন স্বপ্রণোদিত হয়ে তদন্ত কমিটির কাছে অভিযোগ করেন। কেউ কেউ বলেছেন বিভিন্ন সময়ে ককপিটে নিয়ে মোবাইলে অশ্লীল ছবি দেখাতেন ক্যাপ্টেন ইশরাত।

অভিযোগে এক কেবিন ক্রু বলেছেন, ফ্লাইটের চীফ পার্সার খুকু তাকে পেছনে পজিশন দেয়। কিন্তু ক্যাপ্টেন ইশরাতের নির্দেশে তাকে আবার সামনের পজিশনে আনা হয়। নিয়ম অনুযায়ী সামনে পজিশন পাওয়া কেবিন ক্রু ককপিটে সার্ভিস দেন। ওই ক্রু ককপিটে সার্ভিস দিতে গিয়ে দেখেন, ক্যাপ্টেন ইশরাত সিটে বসে মদ খাচ্ছেন।

এ সময় সিট বেল্ট খুলে ওই ক্রুকে স্পর্শ করার চেষ্টা করেন। ওই ক্রু তাৎক্ষণিক ককপিট থেকে বেরিয়ে বিষয়টি চীফ পার্সারকে জানান। চীফ পার্সার পুনরায় ওই ক্রুকে পেছনে পাঠাতে চাইলেও ক্যাপ্টেন ইশরাত বাধা দেন। পরবর্তীতে আবারও ওই ক্রু ককপিটে সার্ভিস দিতে গেলে ক্যাপ্টেন ইশরাত অ্যাপ্রোন খুলে সার্ভিস দিতে বলেন। এ সময় ইশরাত মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানান ওই ক্রু। চট্টগ্রামে ফ্লাইট বিরতিকালে হোটেলে ওই ক্রুরা পাশাপাশি রুম নেয়ার চেষ্টা করেন।

অভিযোগকারী আরেক ক্রু  বলেন, আমাদের যা বলার তদন্ত সেলের কাছে বলেছি। গতকাল আমরা বেশ কয়েকজন কেবিন ক্রু তদন্ত টিমের কাছে বক্তব্য দিয়েছি। সেখানে নারী পরিষদের প্রতিনিধিও ছিলেন। এর বাইরে গণমাধ্যমকে আর কিছু বলব না।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইট সার্ভিসে কর্মরত এক নারী কর্মকর্তা জানান, বিমানের ফ্লাইট সার্ভিসে কর্মরত বেশিরভাগ কেবিন ক্রু ক্যাপ্টেন ইশরাতের সন্তানের বয়সী। তারপরও তিনি কি কারণে সন্তানতুল্য মেয়েদের কুপ্রস্তাব দেন এবং বিভিন্ন সময় উত্ত্যক্ত করেন।

এ বিষয়ে একাধিকবার ক্যাপ্টেন ইশরাতের মোবাইলফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা পাঠানো হলে তারও কোনো উত্তর দেননি তিনি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস শাখার উপ-মহাব্যবস্থাপক আফরোজা খানম নিপু বলেন, আমার কাছে ই-মেইলে অভিযোগ করেছে নির্যাতনের শিকার কেবিন ক্রুরা। বিষয়টি ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশে তদন্তাধীন। এর চেয়ে বেশি জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কেবিন ক্রু জানান, ক্যাপ্টেন ইশরাত এবং ক্যাপ্টেন অরবিন্দ প্রায়শই কেবিন ক্রুদের মনোরঞ্জন চাইতেন। এটাই তাদের মূল কাজ বলে জানান তিনি।

 

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top