রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২১ ০৮:৫৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৪:০৮

ফাইল ছবি

তিন দিনের জন্য মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর তিনি মালদ্বীপ সফর করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা সই হতে পারে। 

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে গত ২৮ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহর ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত অক্টোবরে দেশটিতে সফর করেন।

 

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top