রাজশাহী রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ৩রা চৈত্র ১৪৩১


কানাডা-দুবাইয়ে ঠাঁই না পেয়ে দেশে ফিরলেন ডা. মুরাদ


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২১ ০৪:৩৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৭:২৬

ছবি: সংগৃহীত

কানাডা ও আরব আমিরাতে প্রবেশ করতে না পেরে মুরাদ হাসান এবার দেশে ফিরেছেন। রোববার বিকেল ৫টার দিকে তিনি দেশে ফিরেন বলে ইমিগ্রেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে দুবাই হয়ে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। কিন্তু টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাইতে ফিরে আসতে হয়। আরব আমিরাতের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন মুরাদ হাসান। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়।

শেষে রোববার বিকেলে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের পর সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়।

এরপর গত সোমবার রাতে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র পাঠান।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top