রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


কাল ব্যঙ্গচিত্র নিয়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২১ ০১:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৮:৪২

ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবিতে ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন শেষে আবারও নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি অনুযায়ী তারা আগামীকাল (৪ ডিসেম্বর) সড়ক অব্যবস্থাপনার সাথে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন তারা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে লালকার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে এ নতুন কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব। মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতিবেদন চিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীকালের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।

 

আরপি/ এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top