লরিচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কাউলা এলাকায় লরিচাপায় মাহদী হাসান লিমন (২১) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ।
নিহত মাহদী হাসান লিমন (২১) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ঢাকায় যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় থাকতেন। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
এসআই আসাদুজ্জামান শেখ জানান, মাহদী রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কাউলা পদ্মা অয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরপি/এসআর-০৩
বিষয়: মৃত্যু লরিচাপা গ্রিন ইউনিভার্সিটি
আপনার মূল্যবান মতামত দিন: