চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ, নিহত ৭
 
                                চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।
রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুটি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভবনের একাংশ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এপর্যন্ত ৭ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে আগ্রাবাদ থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
আরপি/এমএইচ

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: