গাজীপুরে তুলা কারখানায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ভোরে পোড়াবাড়ী এলাকায় একটি টিনশেড তুলার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ও শ্রীপুর ফায়ার সার্র্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে ওই কারখানার ঝুট, তুলা ও মেশিন পুড়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আরপি/এমএইচ
বিষয়: অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস
আপনার মূল্যবান মতামত দিন: