রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৩:৫০

আপডেট:
২১ নভেম্বর ২০২১ ০৪:০৪

ফাইল ছবি

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‌‘তামিলনাড়ু উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্ত-রপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’

পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে এতে বলা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top