রাজশাহী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিশোর গ্যাং বিশাল চ্যালেঞ্জ: আইজিপি


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২১ ২২:০৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

কিশোর গ্যাং নিয়ে নতুনভাবে ভাবার কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গত ৩ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রেক্ষাপটে কিশোর গ্যাং একটা বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ শিরোনামে কিশোর অপরাধবিরোধী সামাজিক প্রচারণা কার্যক্রম ও র্যাব নির্মিত টিভিসি উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ইতোপূর্বে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও বর্তমান আইনের কারণে এখন আর সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। গ্রেফতারের সাথে সাথে তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। কিশোর সংশোধনাগারের ক্যাপাসিটি কতো‑ এ ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্যারেন্টাল কন্ট্রোলের (বা-মা’য়ের নিয়ন্ত্রণে থাকা) বিষয়টি রয়েছে। এসব ক্ষেত্রে সামাজিক নিয়ন্ত্রণ দরকার। কমিউনিটির একাত্মতার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ জরুরি।’

র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্ণেল কে এম আজাদ।

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top