রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


আরও ২ মামলায় হেলেনার জামিন


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২২:২১

ফাইল ছবি

রাজধানীর গুলশান থানায় মাদক ও পল্লবী থানায় প্রতারণা মামলায় আওয়ামী লীগের বহিস্কৃত বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার এ আদেশ দেন।

তবে এ দুই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন না হওয়ায় তাকে কারাগারে থাকতে হচ্ছে। এর আগে পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় ১৭ আগস্ট জামিন পান হেলেনা। তার বিরুদ্ধে করা মোট চার মামলার মধ্যে তিনটির জামিন হয়েছে।

গত ২৯ জুলাই রাতে গুলশান-২ এ হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র‌্যাব। দীর্ঘ অভিযান শেষে তাকে আটক করা হয়। হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার প্রতিষ্ঠান জয়যাত্রা টেলিভিশন কার্যালয়েও অভিযান চালায় র‌্যাব। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি।

 

 

 

আরপি/এসআর-১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top