রাজশাহী শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬, ৪ঠা মাঘ ১৪৩২


শহীদ মিনারের পাশে মিললো নবজাতকের লাশ


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ২২:১১

আপডেট:
১৬ জানুয়ারী ২০২৬ ১৪:৫৯

প্রতীকী ছবি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নবজাতকটির বয়স এক দিন হতে পারে পারে বলে জানান তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, ‘একটি কাপড়ের ব্যাগে মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। কে বা কারা এ ব্যাগ শহীদ মিনার এলাকায় রেখে গেছে, তা জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top